আদমদীঘিতে ব্যবসায়ীর পথরোধ করে মারপিট ও মোটরসাইকেল ভাঙচুর
- আপডেট সময় : ০৩:৫৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘিতে এক মৎস্য চাষীর পথরোধ করে মারপিট ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় চার জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার দূর্গাপুর গ্রামের কবির সরদারের ছেলে মৎস্য চাষী রিয়াজুল হক বিপ্লব বাদী
হয়ে এজাহারটি দেন। এজাহার সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত ১০টায় মৎস্য চাষী রিয়াজুল হক বিপ্লব নওগাঁ থেকে ১৫০ সিসি অ্যাপাসি মোটরসাইকেলযোগে নিজ বাড়ি যাওয়ার পথে
উপজেলার দূর্গাপুর ব্রিজ মোড় এলাকায় পৌঁছামাত্রই রাজু পাহালোয়ানের নেতৃত্বে পথরোধ করে এলোপথারিভাবে তাকে মারপিট শুরু করে। এ সময় তারা লোহার পাইপ দিয়ে মোটরসাইকেলের বিভিন্ন অংশে ভাঙচুর এবং মারপিটে তাকে আহত করেন। স্থানিয়রা এগিয়ে এসে তাকে ও তার মোটরসাইকেলটি উদ্ধার করেন। এজাহারে আরো উল্লেখ করা
হয়েছে, রাজু পাহালোয়ান চাকুর ভয় দেখিয়ে তার পকেটে থাকা ৮০ হাজার ৭০০ ছিনিয়ে
নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার রাতে আহত মৎস্য ব্যবসায়ী রিয়াজুল হক বিপ্লব বাদী হয়ে
ছাতিয়ানগ্রামের মোস্তাকিন পাহালোয়ানের ছেলে রাজু পাহালোয়ান (৩২), রুস্তম পাহালোয়ান (৪০), একই এলকার বাবলুর ছেলে রাকিব (২৬), বশিপুরের পান্নু সহ (২৮) অজ্ঞাত আরো ৩-৪ জনের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, এজাহার পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।