আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু
- আপডেট সময় : ১০:০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবেদা বেগম (৬০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৬টার সময় উপজেলার নশরতপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবেদা বেগম দীর্ঘ প্রায় ৩৫ বছর পূর্ব থেকে উপজেলার লক্ষীপুর গ্রামের আব্দুল কাদেরের বাড়ীতে গৃহপরিচালিকার কাজকর্ম করে আসছিল। গত শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টার সময় জঙ্গলে শুকনা পাতা, গাছের ডাল সংগ্রহ করতে গেলে অসাবধানতা বশত পার্শ্বে ঝড়ে ছিড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে আবেদা বেগম দীর্ঘ সময় বাড়ী ফিরে না আসায় বাড়ীর লোকজন খোজাখুজির এক পর্যায়ে বাড়ীর পার্শ্বে জঙ্গলে গিয়ে বিদ্যুতের তারের সাথে স্পর্শ হয়ে মৃত অবস্থায় দেখতে পায়। মৃত আবেদা বেগমের বোন মজিদা বেগম জানান, আমার বড় বোন আবেদা বেগম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। গাছের পাতা ও ডাল সংগ্রহ করতে গেলে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান। পরিবারের কারো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।