আদমদীঘিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি
- আপডেট সময় : ০৬:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরির ঘটনায় অন্ধকারে রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। গত বুধবার রাত পর্যন্ত উপজেলার সান্তাহার পৌর শহরের হেমতখালী এলাকায় বিদ্যুৎ বিহীন রয়েছে গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে সান্তাহার-ছাতিয়ানগ্রাম সড়কের হেমতখালী এলাকায় ১০০ কেভি ক্ষমতা সম্পন্ন একটি ট্রান্সফরমার চুরি হয়। এ সময় চোরেরা বিদ্যুতের ওই ট্রান্সফরমারের খোল ফেলে দিয়ে ভিতরের অংশের তামার তার চুরি করে নিয়ে যায়। বর্তমানে ওই এলাকার কয়েকটি দোকান, বাসা, সেচপাম্প ও ইট ভাটায় বিদ্যুৎ না থাকায় সেখানকার গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। এদিকে প্রতিষ্ঠানগুলো রাতের বেলায় অন্ধকার থাকায় গ্রাহকদের মাঝে চুরির আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে এসব গ্রাহকরা ঘটনাটি বিদ্যুৎ অফিসকে অবগত করলেও তারা বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না।
ওই এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম জানান ট্রান্সফরমার চুরির পর কয়েক দিন ধরে বিদ্যুৎ না থাকায় নানা সমস্যায় পড়তে হচ্ছে। তিনি দ্রুত এই সমস্যার সমাধান চান। ছাতিয়ানগ্রামের বাসিন্দা আটো চালক সুহেল রানা বলেন, ট্রান্সফরমার চুরির পর থেকে ওই এলাকায় অন্ধকারে ডুবে থাকে। রাতে গাড়ি চালাতে ভয় লাগে। দ্রুত ট্রান্সফরমার নিয়ে এসে বিদ্যুৎ এর ব্যবস্থা করা হোক। সান্তাহার নেসকো বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক হোসেন জানান নতুন ট্রান্সফরমার বগুড়া থেকে নিয়ে আসা হয়েছে। ২/১ দিনের মধ্যে ট্রান্সফরমারটি লাগানো হবে। দেশের অবস্থা খারাপের কারনে একটু দেরি হচ্ছে।