আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার পেল দুই শতাধীক অসহায় নারী-পুরুষ
- আপডেট সময় : ০৩:৫০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে দুই শতাধীক গরীব, দুস্থ ও অসহায় মানুষের হাতে ঈদ উপহারের শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর গ্রামে ‘শখের পল্লী’ বিনোদন কেন্দ্রে এসব বিতরণ করা
হয়।
এ কাজে বসুন্ধরা শুভসংঘ’র আদমদীঘি উপজেলা শাখার উপদেষ্টা ও শখের পল্লীর স্বত্বাধীকারি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম আর্থিক সহায়তা করেছেন।
উপহার সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ’র উপদেষ্টা ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু, কার্যকরী কমিটির সভাপতি আমিনুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক শাকিলা আক্তার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আরাফাত রহমান জনি প্রমূখ।
ঈদের উপহার পেয়ে ষাটার্ধ্বো বিধবা নারী আজিরন বেওয়া, ফুরতুন, জমেলা, মেরিনা ও হামিদা বেওয়া বলেন, ‘যেখানে খাবারের কষ্ট লেগেই আছে সেখানে প্রতি ঈদে নতুন কাপড় কেনা তাদের স্বপ্ন। একারনে তারা ভাবছিলেন এবার পুরাতন কাপড়েই ঈদ করতে হবে। কিন্তু বসুন্ধরা শুভসংঘের দেওয়া নতুন কাপড় পেয়ে খুবই খুশি হয়েছেন তারা।
এজন্য আল্লাহর কাছে দুই হাত তুলে শুভসংঘের সকলের জন্য দোয়া করেন। এদিকে ৭০ বছর বয়সী অন্ধ হাফেজ আজাহার আলী কাপড়গুলো হাতে পেয়ে বলেন, ঈদের উপহার হিসেবে নিজের জন্য লুঙ্গি ও স্ত্রীর জন্য শাড়ি পেয়ে মনটা খুশিতে ভরে গেছে। বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বলেন, ‘নতুন কাপড় পেয়ে ওদের মুখে সে কী হাসি মনে হচ্ছিল ওদের হাসি যেন ঈদের চাঁদ। এটাই বসুন্ধরা শুভসংঘ’র কাজ।
আগামী দিনেও এমন কাজ অব্যহত থাকবে ইনশাল্লাহ্।