সংবাদ শিরোনাম ::
আদমদীঘিতে পৃথক মামলায় দুইজন গ্রেপ্তার
আদমদিঘী( বগুড়া) প্রতিনিধি :
- আপডেট সময় : ১১:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি থানা পুলিশ গাঁজাসহ একজন ও মোটরসাইকেল চুরি মামলায় একজনসহ দুই আসামীকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৯ অক্টোবর) রাতে চাঁপাপুর বাজার ও সান্দিা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কাঞ্চনপুর গ্রামের উপেন্দ্রনাথের ছেলে সুমন চন্দ্র রুপু (৪২) ও সান্তাহার ইউপির সান্দিড়া দক্ষিনপাড়ার ফিরোজ হোসেনের ছেলে ইমন (১৯)। আদমদীঘি থানা পুলিশ জানায়, শনিবার রাতে আদমদীঘির চাঁপাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র রুপুকে ও সান্দিড়া গ্রাম থেকে মোটরসাইকেল চুরি মামলায় ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃতদ আশ্বিনদের রোববার দুপুরে বগুড়া আদালতে প্রেরন করা হয়েছে।