আদমদীঘিতে পুকুরে বিষ দিয়ে ১৬ লাখ টাকার মাছ নিধন
- আপডেট সময় : ০৭:১৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘিতে একটি মাছচাষ পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ১৬ লাখ টাকার দেশিয় জাতের মাছ মেরে নিধন করেছে দুর্বৃত্তরা।
ফলে ব্যাপক ক্ষতিসাধনের মুখে পড়েছেন মাছচাষীরা। গত বুধবার দিবাগত রাতে উপজেলার মিতইল পশ্চিমপাড়া গ্রামের ভুতাতলা নামক পুকুরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে বলে মাছচাষী তপন কুমার জানান।
ক্ষতিগ্রস্ত মাছচাষী তপন কুমার জানান, তিনিসহ নিখিল চন্দ্র দাস ও ওমল চন্দ্র কর্মকার একত্রে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মিতইল পশ্চিমপাড়া গ্রামে পাঁচ বিঘা জলাশয়ের ভুতাতলা নামক পুকুরটির কিছু অংশ লীজ নিয়ে নয় বছর যাবত বিভিন্ন প্রজাতির মাছচাষ করে আসছেন।
বর্তমানে পুকুরটিতে বাজারজাত করণের জন্য প্রায় ১৬ লাখ টাকার মূল্যে রুই, কাতলা, সিলভার কার্প, পাঙ্গাস, পাবদাসহ বিভিন্ন জাতের মাছ প্রস্তত ছিল।
গত বুধবার দিবাগত গভীর রাতে কে বা কারা শত্রুতাবসত: ওই পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করলে পুকুরে লালনপালন করা সমস্ত মাছ মরে যায়।
এ বিষয়ে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।