আদমদীঘিতে ট্যাপেন্টাডল সহ এক জন গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:৩৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের ইসবপুর গ্রামের সান্তাহার-তিলকপুর গামী পাকা রাস্তার উপর থেকে গতকাল দিনের বেলা নেশা জাতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন আদমদীঘি থানা পুলিশের সদস্যরা। গ্রেপ্তারকৃত মাদক কারবারি জিল্লুর রহমান (৪৫) নওগাঁ জেলার সদর থানার ভবানীপুর গ্রামের মধ্যপাড়া মহল্লার মৃত বাদেশ আলীর ছেলে। তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, গতকাল দিনের বেলায় দায়িত্ব পালন কালে গোপন সংবাদ মাধ্যমে জানতে পারি যে উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের ইসবপুর গ্রামে সান্তাহার থেকে তিলকপুর গামী পাকা রাস্তার উপর নেশা জাতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল বিক্রয়ের জন্য এক ব্যক্তি অপেক্ষা করছে। তৎক্ষনাৎ উর্ধ্বতন কর্মকতাকে অবগত করে আমার সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে জিল্লুরকে আটক করি। এ সময় তার শরীর তল্লাশি করে সত্তর পিস ট্যাপেন্টাডল উদ্ধার এবং তার ব্যাবহৃত একটি হিরো মোটরসাইকেল জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, গতকাল ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তারকৃত মাদক কারবারি জিল্লুর রহমানের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।