আদমদীঘিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন আয়োজিত সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুধিজনদের সাথে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সভাকক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার বি-সার্কেল নাজরান রউফ, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, জামায়াতের সাবেক আমির হাফেজ আতোয়ার হোসেন, সাবেক মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, অধ্যক্ষ মশিউর রহমান, ওসি মোস্তাফিজুর রহামন, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সাবেক কমান্ডার আব্দুল হামিদ,ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, শিক্ষার্থি আল ফাহাদ প্রমুখ। পরে প্রধান অতিথি ১০ প্রতিবন্ধীকে ১০টি হুইল চেয়ার ও ১০ নারী সুবিধাভোগিদের মাঝে ১০টি সেলাই মেশিন প্রদান করেন। এছাড়া জেলা প্রশাসক দিন ব্যাপি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।