আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধের আত্মহত্যা
- আপডেট সময় : ০৬:২২:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় নিমাইদিঘী গ্রামে পরিবারের সবার অগোচরে গলায় ফাঁস দিয়ে আতোয়ার মন্ডল (৬০) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ আত্মহত্যা করেছেন। আজ বুধবার ( ২০ নভেম্বর) আতোয়ার মন্ডল উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি সরদার পাড়া গ্রামের মৃত তাহের মন্ডলের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে পরিবার সূত্রে জানা গেছে সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রতিদিনের ন্যায় তার স্ত্রীর সঙ্গে সকালে খাবার খেয়ে কাজে বের হতেন। বুধবার সকালে শারিরিক অসুস্থতার কারণে বাড়িতে শুয়ে ছিলেন আতোয়ার। এই সময়ে তার স্ত্রী পাশের বাড়িতে একটি কাজে যান। কিছুক্ষণ পর তার স্ত্রী বাড়িতে এসে দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর ভিতর থেকে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ফেলার পর তার স্ত্রী দেখতে পান নিজ ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার স্বামীর মৃত দেহ ঝুলছেন। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের হস্তান্তর করা হয়েছে।##