সংবাদ শিরোনাম ::
আদমদীঘিতে এতিমখানা ও আশ্রমে জিআর চাল বিতরণ
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি :
- আপডেট সময় : ১১:১৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘিতে সামাজিক কল্যাণে নিয়োজিত এতিম খানা, লিল্লাহ্ বোর্ডিং, হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও অনাথ আশ্রমে জিআর চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় জেলা প্রশাসক কার্যক্রম (চাল) এর অর্পনাদেশ মতে উপজেলার ২৯টি প্রতিষ্ঠানে ২২ মে.টন জিআর চাল বিতরণ করা হয়। গতকাল রোববার উপজেলা পরিষদ চত্বরে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু এতিমখানা, লিল্লাহ্ বোর্ডিং, হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও অনাথ আশ্রমের প্রতিনিধিদের হাতে জিআর চালের ডিও তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন অফিসার কাওসার আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু প্রমূখ।