ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ার মাটিডালীতে ১হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ বগুড়া দুপচাঁচিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত আদমদীঘিতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন ধুনটে জনপ্রতিনিধির দলকে হারিয়ে উপজেলা প্রশাসন বিজয়ী ধুনটে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত ঠাকুরগাঁও সুগার মিলের ডোঙ্গায় আখ ফেলার মধ্য দিয়ে ৬৭তম মাড়াই মওসুমের শুরু নাচোলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সিরাজগঞ্জে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানালো সিরাজগঞ্জ প্রেসক্লাব শহর বিএনপির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁ শহিদ বুদ্ধিজীবীদের স্বরণে মোমবাতি প্রজ্জ্বলন

আদমদীঘিতে উপজেলা নির্বাচন উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ছাপাখানার কারিগররা 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাপাখানাগুলি আসন্ন ২১ মে উপজেলা নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে।

প্রার্থীদের পোষ্টার, ব্যানার,লিপলেটঁ ছাপানোর জন্য রীতিমতো উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে ছাপাখানাগুলোয়। আসন্ন উপজেলা নির্বাচন প্রতিক বরাদ্দ দেওয়ার পর পরই ছাপাখানাগুলি ব্যাস্ত হয়ে

পড়েছে। তবে কোন কোন ছাপাখানার মালিকরা বলছেন, সবদল নির্বাচন করলে তাদের ব্যবসা আরো বৃদ্ধি পেত। আয় বেশি হত। আবার কোন কোন ছাপাখানাগুলি বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা বৃদ্ধি না পেলে ব্যবসা আরো হত। তবে কেউ

কেউ প্রেস মালিক বলছে, এর পরও এবারে ব্যবসা মন্দ না। কেউ কেউ বলেন, অর্ডার বেশি পেলে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হয়। এখন তা লাগছে না। তবে ছাপার জন্য উপকরণের মুল্য বৃদ্ধি পেয়েছে। শ্রমিক মজুরীও বেড়েছে। তা ছাড়া ছাপার কাজ সব শ্রমিক

পাড়েনা। জানা গেছে উপজেলার সান্তাহার পৌর শহর সান্তাহারেই ছাপাখানা বেশি উপজেলা সদর থেকে। সান্তাহার ষ্টেশন সড়কে আদর্শ ছাপাখানা, তমা প্লাস পেপার হাউস নিউ আদর্শ ছাপাখানাসহ ৪/৫টি ছাপাখানা আছে। আর খোঁজ নিয়ে জানা গেছে

এবারের উপজেলা নির্বাচনের প্রার্থীরা প্রায় সবাই সান্তাহার থেকেই পোষ্টার ছাপাচ্ছে। পোষ্টার ছাড়াও ছোট লিপলেট, রঙিন ব্যানার তৈরি হচ্ছে এবারের ছাপাখানায়। এ ছাড়া সান্তাহারে রয়েছে দুটি ডিজিটাল ব্যানার তৈরির ব্যবসা প্রতিষ্ঠান।

এবারের নির্বাচন উপলক্ষে তারাও ব্যস্ত সময় কাটাচ্ছে। অর্ডারও ভালো পেয়েছে তারা। সান্তাহার তমা প্লাস পেপার এ্যান্ড পিন্টার্সের মালিক আবু সাইদ জানান এবারের ব্যবসা

ভালই। প্রচুর অর্ডার পেয়েছি। শ্রমিকরা দিন রাত কাজ করছে। আদর্শ ছাপাখানার মালিক শামসুল হক জানান, অন্যদল নির্বাচন এলে ব্যবসাটা আরো ভাল হত। তারপরও মন্দ না ব্যবসা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ads

আদমদীঘিতে উপজেলা নির্বাচন উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন ছাপাখানার কারিগররা 

আপডেট সময় : ১১:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাপাখানাগুলি আসন্ন ২১ মে উপজেলা নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে।

প্রার্থীদের পোষ্টার, ব্যানার,লিপলেটঁ ছাপানোর জন্য রীতিমতো উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে ছাপাখানাগুলোয়। আসন্ন উপজেলা নির্বাচন প্রতিক বরাদ্দ দেওয়ার পর পরই ছাপাখানাগুলি ব্যাস্ত হয়ে

পড়েছে। তবে কোন কোন ছাপাখানার মালিকরা বলছেন, সবদল নির্বাচন করলে তাদের ব্যবসা আরো বৃদ্ধি পেত। আয় বেশি হত। আবার কোন কোন ছাপাখানাগুলি বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা বৃদ্ধি না পেলে ব্যবসা আরো হত। তবে কেউ

কেউ প্রেস মালিক বলছে, এর পরও এবারে ব্যবসা মন্দ না। কেউ কেউ বলেন, অর্ডার বেশি পেলে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হয়। এখন তা লাগছে না। তবে ছাপার জন্য উপকরণের মুল্য বৃদ্ধি পেয়েছে। শ্রমিক মজুরীও বেড়েছে। তা ছাড়া ছাপার কাজ সব শ্রমিক

পাড়েনা। জানা গেছে উপজেলার সান্তাহার পৌর শহর সান্তাহারেই ছাপাখানা বেশি উপজেলা সদর থেকে। সান্তাহার ষ্টেশন সড়কে আদর্শ ছাপাখানা, তমা প্লাস পেপার হাউস নিউ আদর্শ ছাপাখানাসহ ৪/৫টি ছাপাখানা আছে। আর খোঁজ নিয়ে জানা গেছে

এবারের উপজেলা নির্বাচনের প্রার্থীরা প্রায় সবাই সান্তাহার থেকেই পোষ্টার ছাপাচ্ছে। পোষ্টার ছাড়াও ছোট লিপলেট, রঙিন ব্যানার তৈরি হচ্ছে এবারের ছাপাখানায়। এ ছাড়া সান্তাহারে রয়েছে দুটি ডিজিটাল ব্যানার তৈরির ব্যবসা প্রতিষ্ঠান।

এবারের নির্বাচন উপলক্ষে তারাও ব্যস্ত সময় কাটাচ্ছে। অর্ডারও ভালো পেয়েছে তারা। সান্তাহার তমা প্লাস পেপার এ্যান্ড পিন্টার্সের মালিক আবু সাইদ জানান এবারের ব্যবসা

ভালই। প্রচুর অর্ডার পেয়েছি। শ্রমিকরা দিন রাত কাজ করছে। আদর্শ ছাপাখানার মালিক শামসুল হক জানান, অন্যদল নির্বাচন এলে ব্যবসাটা আরো ভাল হত। তারপরও মন্দ না ব্যবসা।