আদমদিঘী ও সান্তাহার বিএনপির সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
চলমান আসন্ন আদমদিঘী উপজেলা নির্বাচনে বিএনপির ভোট বর্জন উপলক্ষে আদমদিঘী ও সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক আলোচনা সভায় নেতাকর্মীদের বক্তব্যে দলের স্থানীয় বিএনপির নেতাকর্মীদের কোন্দলের
বহিঃপ্রকাশ ঘটেছে।
ফলে এসভা লাভের চেয়ে ক্ষতি হয়েছে বলে মনে করেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আওয়ামী লীগ সরকারের অধীনে সকল নির্বাচন বর্জন সহ চলমান উপজেলা নির্বাচন বর্জন উপলক্ষে বুধবার বিকেলে
সান্তাহার ফিরিস্তা কমিউনিটি সেন্টারে আদমদিঘী উপজেলা ও সান্তাহার পৌর বিএনপির যৌথ উদ্দোগে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোহিত তালুকদারের
সভাপতিত্বে ও সাধরণ সম্পদক আবু হাসান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি হামিদুল হক চৌধুরী , আরোও বক্তব্য রাখেন সহসভাপতি মাফতুন খান রুবেল হোসেন,বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারি তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র ফিরোজ মোঃ কামরুল হাসান, সান্তাহার পৌর বিএনপির সভাপতি পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভট্টু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মিঠু,আদমদীঘি উপজেলা বিএনপি নেতা রফি আহমেদ বাচ্চু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যান সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ,আদমদীঘি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল, শকিুল ইসলাম লিখনসহ প্রমুখ।
বক্তারা একে অপরকে উদ্দেশ্য ও দোষারপ করে বক্তব্য দিলে স্থানীয় নেতা-কর্মীদের কোন্দোলের বহিঃপ্রকাশ ঘটে। এতে উপস্থিত নেতাকর্মীদের মাঝে হতাশা সৃষ্টি হয়।
ফলে অনেক-নেতাকর্মী বলেন কর্মীসভার লাভের চেয়ে দলের ক্ষতি হলো। এবিষয়ে আদমদীঘী উপজেলা বিএনপির সভাপতি বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মুহিত তালুকদারের সাথে কথা বললে তিনি বলেন আদমদিঘিতে বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে কোন্দল বা বিভেদ নেই যাদের এলাকায় কোন গ্রহণযোগ্যতা নেই তারা দলের নেতাকর্মীদের মধ্য বিভেদ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। ভোটার বিহীন বর্তমান সরকারের বিরুদ্ধে এলাকার নেতাকর্মীরা দলের সকল কর্মসুচীতে অংশগ্রহন কর্মসুচী পালন করছে এবং আগামী উপজেলা নিবার্চন সহ সকল নিবার্চন আমরা বর্জন।
বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বলেন পশ্চিম বগুড়ার রাজনৈতিক প্রান কেন্দ্র আদমদীঘি ও সান্তাহার শহর বিএনপির দুর্গ। প্রতিটা নির্বাচনে এখানে বিএনপির প্রার্থীরা জয়লাভ করে। এখানে দলের নেতাকর্মীদের মধ্যে কোন বিভেদ কোন্দল নেই।