আদমদিঘীতে নব-নির্বাচিত চেয়ারম্যানদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
বগুড়া জেলার আদমদিঘী উপজেলা পরিষদ নির্বাচনের শপথ পরবর্তী নব- নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের আজ সোমবার (২৪) জুন বেলা ১২ ঘটিকার সময় আদমদিঘী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নব-নির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম রাজু খান, জেলা পরিষদের সম্মানিত সদস্য আদমদিঘী আই,পি,জে উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আলহাজ্ব মনজু আরা বেগম, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক আবু, সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর, চাপাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সালাম,কুন্দগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শামীম হোসেন, সান্তাহার ইউনিয়নে চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, আদমদিঘী থানার অফিসার ইনচার্জ( ওসি) রাজেশ কুমার চক্রবর্তী , সান্তাহার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ” খ” সার্কেল পরিদর্শক এস,এম,এলতাস উদ্দিন,ফায়ার সার্ভিস অফিসার মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকবৃন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন ।