সংবাদ শিরোনাম ::
আদমদিঘীতে আ’লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন
মো: সজীব হাসান,( আদমদিঘী) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৫:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
- বগুড়ার আদমদীঘিতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার (২৩ জুন) সকালে আদমদীঘি সদরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয় থেকে এক বণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদর্ক্ষিন করে। বেলা ২ টায় দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজেদুর ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক এ্যাড, কুদরত-ই-এলাহি কাজল, সহসভাপতি আবু
রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক আবু, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, জাহিদ হাসান পিয়াল, জার্জিস আলম রতন, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান পিন্টু, মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা সালমা বেগম চাঁপা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ছাত্রনেতা সাকিব আল হাসান, আরেফিন খান তনু প্রমুখ নেতৃবর্গ। এছাড়া বাদজোহর স্থানীয় মসজিদে মিলাদ মাফিলের আয়োজন করা হয়।