সংবাদ শিরোনাম ::
আদমদিঘীতে অগ্নিকাণ্ডে পুরলো কৃষকের বসত ঘর
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৫৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
বগুড়া আদমদীঘিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে
অগ্নিকান্ডে বেলাল হোসেন নামের এক কৃষকের বসত ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। গত শুক্রবার (২ জুলাই) বিকেলে আদমদীঘি উপজেলার মন্দিরপুকুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ড ঘটনায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষক বেবলাল হোসেন দাবি করেন। জানাযায়, গত শুক্রবার বিকেল ৪টার দিকে কৃষক বেলাল হোসেন বাডীর বৈদ্যুতিক ক্রটিপুর্ন তারে শর্ট-সার্কিট হয়ে হঠাৎ বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ওই বাডী ঘরে রাখা একটি ফ্রিজ, ৫৫ হাজার টাকা, স্বর্ণালংকার বৈদ্যুতিক ফ্যান, বাডীর মূল্যবান দলিল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন। এ অগ্নিকান্ড ঘটনাযয় ওই কৃষকের প্রায় ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।