আগ্নেয় অস্ত্র সহ যৌথবাহিনীর অভিযানে একজন গ্রেপ্তার
![](https://dristyprotidin.com/wp-content/uploads/2024/10/IMG-20241021-WA0022.jpg)
- আপডেট সময় : ১২:৪৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
বগুড়ায় গুলি ও বিদেশী পিস্তলসহ কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো: রায়হান। তিনি ওই এলাকার আব্দুর রহমানের ছেলে এবং আশেকপুর ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক। বিষয় টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম।শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে যৌথ বাহিনীর অভিযানে আশেকপুর পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রায়হানের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে একটি গুলি ও মাগজিন বিহীন একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে এ-ধরনের অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।