অবৈধ মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ৩ মাদক ব্যবাসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৪:১৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত (৬ জুলাই) শনিবার ২০২৪ ইং তারিখ রাত্রি ১১: ৩০ ঘটিকার সময় মাদক চোরাচালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার আক্কেলপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ৩ গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন দিনাজপুর জেলার, পার্বতীপুর থানার সাং: দরগাপাড়ার এলাকার মৃত: শাহা্ আলমের ছেলে, মো: মানিক (২৮) একই থানা ও জেলা সাং: চান্দাপাড়া এলাকার মো: আব্দুল খালেক এর ছেলে, মোঃ শাহীন আলম (২৯) এবং জয়পুরহাট পাঁচবিবি উপজেলার সাং: বাগাজানা এলাকার নসির উদ্দিন এর স্ত্রী মোছাঃ আরোজা বেগম (৪৫) কে অবৈধ মাদকদ্রব্য ২, ২৩৫ পিচ বুপ্রেপনরফিন ইনজেকশন সহ গ্রেপ্তার করেন র্যাব-৫, সিপিসি এর একটি আভাযানিক দল। এবং র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যান। পলাতক আসামি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার সাং: চান্দাপাড়া এলাকার মো: আজাহার রহমানের ওরফে রাজা ছেলে পলাতক আসামী মোঃ আতিয়ার রহমান (২৮)। র্যাবের পাঠানো একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় ।পলাতক আসামী আতিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মানিক শাহীন এবং আরোজা বেগম এর মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন
সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করেন। এমন ০৬-০৭-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীগণ নীলসাগর এক্সপ্রেস এ মাদক বহনকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন আক্কেলপুর রেলস্টেশন প্লাটফর্ম এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল উক্ত আসামীদেরকে আটক করে এবং মুলহোতা আতিয়ার কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীদের সাথে থাকা দুটি ট্রাভেল ব্যাগ ও একটিভ্যানিটি ব্যাগ তল্লাশি করলে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২,২৩৫ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সান্তাহার রেলওয়ে থানায় জমা করে মাধব দ্রব্য বিশেষ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।